প্রতিটি বাড়িতে সংযোগ
একটি ইন্টারনেট সংযোগেই সর্বোচ্চ গতির নামি দামি কোম্পানির অত্যাধুনিক ব্রডব্যান্ড কানেকশন পাবেন শুধুমাত্র ওয়েবলি ইন্টারনেট সার্ভিসে । কম খরচে উন্নত ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ।
Terms & Conditions
শর্তাবলী
1. আপনি যদি ইন্টারনেট ব্যবহার না করেন সেক্ষেত্রে আমাদের তরফ থেকে দেওয়া সমস্ত ডিভাইস আপনাকে ফেরত দিতে হবে ।
2. Wifi/ONU ডিভাইসটি ভাঙলে বা হারিয়ে ফেললে অথবা নষ্ট করে ফেললে তার দাম (ONU Device – 1800/-, Single Band Xpon ONU Router – 2000/-, Dual Band Xpon ONU Router – 3200/-) আপনাকে দিতে হবে ।
3. কোনো কারণে যদি Adaptor খারাপ হয়ে যায় তাহলে আপনাকে সেটি কিনে নিতে হবে ।
4. প্রাকৃতিক দূর্যোগ, ইলেকট্রিক ফল্ট এবং লাইনের কাজ ইত্যাদি ক্ষেত্রে ইন্টারনেট কানেকশন সাময়িকভাবে ব্যাহত হতে পারে ।
5. কানেকশান চার্জ ফেরতযোগ্য নয় ।
6. কোনো অভিযোগ থাকলে সরাসরি আমাদের অফিসে জানান ।
7. রিচার্জ মূল্য ফেরতযোগ্য নয় ।